ব্রেইন কর্তৃক প্রকাশিত হয়েছে ‘জিয়াউর রহমান : যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্র প্রধান’ শীর্ষক গ্রন্থ। এখানে জিয়াউর রহমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তৃতা ও লেখা সঙ্কলিত হয়েছে। পাশাপাশি জিয়াউর রহমান সম্পর্কিত আর্কাইভাল নথি উন্মুক্ত করা হয়েছে।
জিয়াউর রহমানকে নিয়ে এই সময়ের গুরুত্বপূর্ণ চিন্তকদের লেখাও সঙ্কলিত হয়েছে। জিয়াউর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। সেই পরিচয় থেকে কীভাবে ধীরে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান হয়ে উঠছেন, তার সেই জার্নির স্কেচ রয়েছে এই গ্রন্থতে।
যে কোনো বুকশপে পাবেন গ্রন্থটি। অনলাইনে কিনুন।