বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) এর আয়োজনে গত ২৮ জুন ২০২৫, শনিবার ‘জিয়াউর রহমান : যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান’ শীর্ষক একটি স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে একটি বিশেষ স্মারক ইস্যু প্রকাশ করা হয়, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও শাসনকাল ঘিরে সংরক্ষিত কিছু দুর্লভ আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল এবং ব্রেইনের সদস্য ও গবেষকদের লেখা বিশ্লেষণধর্মী প্রবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে।
পাশাপাশি, ২০১১ সাল থেকে নির্মানাধীন ‘জিয়া আর্কাইভ’-এর জনসমক্ষে আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
জিয়া আর্কাইভ উদ্বোধন করেন জনাব সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
অনুষ্ঠানে আরো বক্তৃতা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনবা মোস্তফা সরয়ার ফারুকী, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস, বিএনপির নেতা মাহদী আমিন, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর-রহমান, বিএনপির নেত্রী নিলুফার চৌধুরী মনি, রিফর্ম ফর বাংলাদেশ এর আহ্বায়ক ফাহিম মাসরুর, ইসলামি চিন্তক মুসা আল হাফিজ, লেখক সুবাইল বিন আলম এবং তরুণ চিন্তক ও কবি তুহিন খান।
বক্তারা তাদের বক্তৃতায় জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বিশেষত বাংলাদেশী জাতীয়তাবাদ এর ভিশন কীভাবে বর্তমান বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথাও স্মরণ করা হয়েছে শ্রদ্ধার সঙ্গে। রাষ্ট্রপ্রধান হিসাবে জিয়াউর রহমানের অবদানকে ক্রিটিক্যালি পর্যালোচনা করা হয়েছে।
পুরো অনুষ্ঠান দেখুন :